News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে, নিহত-২, আহত-৪

দূর্ঘটনা 2024-04-13, 11:22pm

cng-autorickshaw-turns-turtle-in-a-roadside-ditch-in-kalapara-07dbe14a9719dd20469f3dd33ef1848a1713028972.jpg

CNG autorickshaw turns turtle in a roadside ditch in Kalapara killing 2 and injuring 4 others.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশ কানি এলাকায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী  খাদে পড়ে আরোহী আফজাল হোসেন ও জাকারিয়া ঘটনাস্থলে  নিহত হয়েছে।  আহত হয়েছে চালকসহ চারজন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম ও  আহত সিএনজি যাত্রীরা জানান, আমতলী থেকে পাঁচ যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা  সিএনজিটি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হয়।

ঘটনার পর কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের হাসপাতালে প্রেরন করে। পরে অবস্থার অবনতি ঘটলে সিএনজি চালক জামাল হোসেন ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহত আবু সালেহ ও মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন  করা হয়েছে। - গোফরান পলাশ