News update
  • Hilsa Becomes Luxury as Prices Soar Amid Fishing Ban     |     
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     

পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দূর্ঘটনা 2024-05-24, 11:35pm

drowning-17b759ec1dffdb7b9bc54d49dfe056461716572155.jpg

drowning



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায়  পানিতে ডুবে রাহাত খান (৮) ও ঈসা (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে ইউএনও অফিস সংলগ্ন পুকুর ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের নিজ বাড়ীর পুকুরে এ ঘটনা ঘটে। 

মৃত রাহাত খান পৌর শহরের এতিমখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো: মাসুম খানের ছেলে। এবং ঈসা মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো: জাহিদুল হাওলাদারের ছেলে।

জানা গেছে, উপজেলা ইউএনও অফিসের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায় রাহাত।

আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে ঈসা (৬) নামের অপর এক শিশু পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়।

স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।- গোফরান পলাশ