News update
  • Spirit of Amar Ekushey helped wage July uprising: CA Yunus     |     
  • Singer Sabina Yasmin in HDU     |     
  • Tk5.63 bn Muhuri Irrigation Project fails to deliver, farmers at bay     |     
  • UNRWA Situation Report #157 on Crisis in Gaza and West Bank     |     
  • UNRWA rejects assertion, West Bank installations terror hubs     |     

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-02-02, 11:34am

rwrqq42-b85f38d08c8468402d85cae18f9707a01738474478.jpg




দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা ছাড়ছেন মুসল্লিরা।

হেদায়েতি বয়ানের পর রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে। 

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা।

 

দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।