News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

দেশজুড়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-02-03, 1:48pm

dfererwer-1c419d5bc7d09045fe510e905e9e43911738568916.jpg

হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী



রাজধানীসহ দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।

প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করে থাকেন ভক্তরা। বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে সেই ধারাবাহিকতায় বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। 

প্রতি বছর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে বর্ণিল উৎসবে পরিণত হয় সরস্বতী পূজা। তবে সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন।

পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জগন্নাথ হলকে ঘিরে রয়েছে নানা আয়োজন। এ বছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। আরটিভি