আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজগুলোতে ২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটির সম্ভাবনা রয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুদিন ছুটি উপভোগ করতে পারবে।
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে। ২৮ সেপ্টেম্বরের আগে সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীদের জন্য এই সময়টাতে ছুটি আরও দীর্ঘ হতে চলেছে।
শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, তবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান এই সময়সূচি মেনে চলবে। ফলে দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুবিধা নিশ্চিত হয়েছে।
তবে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছুটির নির্ধারণ নিজেদের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী করবে, যেহেতু এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
এছাড়া, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চারদিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি উপভোগ করতে পারবেন।