
মদিনার মসজিদে নববীতে আগত লাখো মুসল্লি ও দর্শনার্থীদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ইসলামের পবিত্রতম এই স্থানে দাওয়াহ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ‘হিদায়াহ সেন্টার’। সৌদি ধর্মীয় কর্তৃপক্ষের মতে, এই কেন্দ্রটি দর্শনার্থীদের কেবল জ্ঞান দানই করবে না, বরং তাদের আত্মিক প্রশান্তির এক নতুন দুয়ার খুলে দেবে। খবর আরব নিউজের।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বৃহস্পতিবার(১ জানুয়ারি) জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, এই কেন্দ্রটি মূলত মুসল্লিদের মাঝে ইসলামী জ্ঞান, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শায়খ আস-সুদাইস আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, সময়ের দাবি মেনে সেবার মানকে বিশ্বমানের করতে প্রযুক্তির বিকল্প নেই। এই ‘হিদায়াহ সেন্টার’ থেকে দর্শনার্থীরা ডিজিটাল ও ছাপানো—উভয় মাধ্যমেই গুরুত্বপূর্ণ ধর্মীয় বই ও দিকনির্দেশনা পাবেন। প্রযুক্তির মাধ্যমে দুই পবিত্র মসজিদের পবিত্র বার্তা বিশ্বজুড়ে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
নতুন এই কেন্দ্রের মাধ্যমে দর্শনার্থীদের বৌদ্ধিক ও আধ্যাত্মিক চেতনাকে শাণিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে আগতরা ইসলামের প্রকৃত শিক্ষা ও সহনশীলতা সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে পারবেন। শায়খ আস-সুদাইস আরও জানান, পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে এই সেবা পরিচালনা করা হবে, যা মসজিদে নববীর ইতিহাসে এক সোনাঝরা অধ্যায় হিসেবে গণ্য হবে। এখন থেকে যেকোনো ভাষার মানুষ সহজেই এই সেন্টারের মাধ্যমে তাদের ধর্মীয় জিজ্ঞাসা ও দিকনির্দেশনা খুঁজে পাবেন।