News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত

ঝিনাইদহ প্রতিনিধি নির্বাচন 2022-06-13, 8:02am

ঝিনাইদহ পৌরসভা। ছবি: গ্রীণওয়াচ।



আইনগত জটিলতা নিরসনের জন্য ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।


রোববার (১২ জুন) ইসির নির্বাচন পরিচালনা-২ এর অধি শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।


ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেক জানান, গত ২ জুন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।


এ বিষয়ে প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করলে ৮ জুন বাতিলের প্রজ্ঞাপন ১ মাসের জন্য স্থগিত করা হয়। যে কারণে নির্বাচনে সকল প্রকার আইনগত জটিলতা নিরসনের জন্য নির্বাচনটি আপাতত স্থগিত করেছে ইসি। তবে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়নের ভোটগ্রহণ।