News update
  • Afghanistan thrash Bangladesh to clinch ODI series     |     
  • Palestinians return to ruins and US expects hostages freed on Monday      |     
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ৪ জানুয়ারি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2022-12-06, 1:33pm




অনিয়মের কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট হবে আগামী ৪ জানুয়ারি (রোববার)।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।

সচিব জানান, সিসি ক্যামেরা ও ইভিএমে ভোট হবে। আগের বারের অভিযুক্ত কর্মকর্তা ও এজেন্টরা এ ভোটে কাজ করতে পারবেন না।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। পরে তদন্ত করে ১৩৩ জনের বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তির সুপারিশ করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী আসনটিতে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তথ্য সূত্র আরটিভি নিউজ।