Investigation on ward division in Kalapara
পটুয়াখালী: পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহনের কারনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সীমানা নির্ধারনের জটিলতার সমাধানে তদন্ত শুরু হয়েছে। ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সকালে সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে। দিনভর ওই প্রতিনিধি দল এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন মানুষের সাথে ইউনিয়ন পরিষদ চত্বরে মত বিনিময় সভা করেন। তারা সীমানা নির্ধারনে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাদা পাভেজ টিনু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ফোরকান মৃধা, আমিনুল ইসলাম ফকু মৃধা ও মো. আক্কাস মোল্লাসহ ৯ ওয়ার্ডের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা ইউনিয়নের ওয়ার্ড বিভাজনের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করেন। তদন্ত কমিটির সদস্যরা সকলের কথা ধৈর্য্য সহকারে শ্রবণ করে লিপিবদ্ধ করেন। তবে ওয়ার্ড বিভাজনের জটিলতায় আগামী ইউপি নির্বাচন যাতে বন্ধ না হয় সেজন্য তদন্ত কমিটির কাছে সবাই আবেদন রাখেন।
উল্লেখ্য, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও আবাসনের জন্য জমি অধিগ্রহন করায় স্থানীয় চেয়ারম্যান কর্তৃক ওয়ার্ড বিভাজনের প্রয়োজনীয়তার একটি আবেদন করেন। পরে ওয়ার্ড বিভাজনের প্রয়োজনীতা নেই মর্মে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে স্থানীয় জনসাধারনের পক্ষে একাধিক আবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়ে। এর প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, উপজেলা কৃষি উপ-সহকারী মো. মিজানুর রহমান ও সার্ভেয়ার মো. আল-আমিন। - গোফরান পলাশ