News update
  • Govt working with security forces to keep law, order: Prof Yunus     |     
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     
  • Ex-president Abdul Hamid’s Kishoreganj house set on fire     |     

ভোটের আগেই হিরো আলমের হুঁশিয়ারি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-01-22, 8:43am

resize-350x230x0x0-image-208387-1674323036-1f1c77d3aa17ef3fcc60e39bc3cd3f9a1674355438.jpg




বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি।

প্রতীক বরাদ্দের পরদিন থেকেই একটি মিনিট্রাকে সামিয়ানা টাঙিয়ে মাইক লাগিয়ে কয়েকজন সমর্থককে নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন হিরো আলম। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চাইছেন তিনি।

হিরো আলম জানান, এবার তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। যেভাবে জনগণ তাকে ভালোবেসে কাছে টানছেন, ভোটে পরাজিত হলেও তার কোনো দুঃখ থাকবে না।

তার দাবি, এতদিন জনগণ চেহারা দেখে গুন্ডা, টাকা ও পেশিশক্তি প্রদর্শনকারীদের ভোট দিয়েছে। তাকে অনেকেই পাগল-ছাগল বলে ব্যঙ্গ করলেও, এবার জনগণ তাদের ভোটটি এই পাগল-ছাগলকেই দিতে চায়। তিনি নির্বাচিত হলে জনগণের জন্য কিছু করবেন।

সেইসঙ্গে হিরো আলমের হুঁশিয়ারি, এর আগে নির্বাচনে তার ওপর হামলা হয়েছিল। এবার কোনো হামলার চেষ্টা হলে, তিনিও পাল্টা জবাব ‌‌দেবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।