News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল

গ্রীণওয়াচ ডেক্স নির্বাচন 2023-11-30, 11:02am

resize-350x230x0x0-image-249933-1701317556-449c1395a42bd150cb9d33a44c4090131701320525.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে গুলশান ১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বের হয়।

মিছিলের অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন, ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, সহ-সভাপতি রাফিজুল হাই রাফিজ, মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালসহ অনেকে।

হরতাল সফল করতে বিএনপির পাশাপাশি মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে রাজধানীর বাংলামোটর মোড় থেকে পরীবাগ মোড় পর্যন্ত মিছিল করেন সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আক্তার হোসেন, করিম প্রধান রনি, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সরকার জসিম উদ্দিন সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম খান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা।

এদিন ঝটিকা মিছিল করেছে বিএনপির আরেক সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, ফয়সাল আহমেদ খান, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম মহসিন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান আসাদ, মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, মহিরুল ইসলাম টিপু, শফি মাহমুদ জুয়েল ও সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপুসহ অনেকে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তথ্য সূত্র আরটিভি নিউজ।