কক্সবাজার জেলার নতুন উপজেলা ঈদগাঁও। এই উপজেলায় ঘোষিত তফসিল মতে এবছরই প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। অনেক পরিচিত মুখ নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে দিয়েছেন। তার অংশ হিসেবে সম্ভব্য প্রার্থীরা এলাকায় নানাভাবে নিজেদের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন। বিয়ে, জিয়াফত, কুলখানি, মাহফিলস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হয়ে তারা ভোটাদের দোয়া প্রার্থনা করছেন। কেউ কেউ নগদ অর্থ দান,অনুদান হিসেবে প্রদান করছেন। যেখানে সমস্য, সেখানে গিয়ে হাজির হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
বড় রাজনৈতিক দল আওয়ামীলীগ বিএনপিসহ অন্যন্যা দলের নেতারা দলীয় ভাবে সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করলেও উপজেলার মতো স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারে বলে নানা সূত্র জানাচ্ছে। ঘোষণা দিয়ে নির্বাচনে না এলে তাদের দলের প্রার্থীরা অংশ নিলে কাউকে বাধা দেবে না। সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধায় আওয়ামী লীগও নিদর্লীয় নির্বাচনে অংশ নেয়া নিশ্চিত করছে। দলীয়ভাবে অংশগ্রহন বাড়াতে কাউকে দলীয় মনোনয়ন দেয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হবে ঘোষণায় দলের বিভিন্ন স্তরের নেতারা এখন নির্বাচনমুখী হয়ে উঠেছে।
কক্সবাজার জেলার নবসৃষ্ট উপজেলা ঈদগাঁও নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে মক্কা সৌদি আরব আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পোকখালী ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত। তিনি পশ্চিম গোমাতলী হুসাইনিয়া তা’লিমুল মুসলিমিন মাদ্রাসা কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি আসন্ন ঈদগাঁও উপজেলা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা জানাজানির পর থেকে প্রতিদিন তার সাথে এলাকার বিভিন্ন স্তারের লোকজন যোগাযোগ করছেন। তার সাথে থাকার এবং তাকে ভোট করার কথাও জানান।
এ বিষয়ে সামসুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমুলের সাথে কাজ করে আসছি। দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার সাথে এলাকার নেতৃবৃন্দের সাথে খুবই ভালো সর্ম্পক। তারাও আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ যোগাচ্ছেন। আল্লাহর অশেষ ইচ্ছায় ইনশাল্লাহ আমি ঈদগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগনের বিপুল সমর্থন আমার সাথে আছে, আমি বিজয়ী হব এবং জননেত্রী শেখ হাসিনাকে নতুন উপজেলা ঈদগাঁও নির্বাচনে দলের পক্ষ থেকে তা উপহার দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন।