News update
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     

৪৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-06-23, 12:18am




৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২২ জুন) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার ফলাফল টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 44 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসের মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য, গত ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৪তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।