News update
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     

৪১তম বিসিএসে পদ বাড়ছে ৩৭০

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-03-14, 8:18pm

resize-350x230x0x0-image-215869-1678795134-5430fe08b16582ba1df3bc6c83befd501678803524.jpg




৪১তম বিসিএসে পাঁচ ক্যাডারে পদসংখ্যা ছিল ৬৭টি। এখন এ পদসংখ্যা বাড়িয়ে ৪৩৭টি করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে পাঁচ ক্যাডারে পদসংখ্যা দাঁড়িয়েছে ৩৭০। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছেন একজন অতিরিক্ত সচিব।

৪১তম বিসিএসে ২ হাজার ১৩৫ জন ক্যাডারকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন।

নাম প্রকাশ না করার শর্তে ওই অতিরিক্ত সচিব বলেন, ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে। মন্ত্রণালয়ের চিঠিতে দেখা গেছে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ পাবেন ১৬৯ জন। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল ৪টি। সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন ১৪১ জন। বিজ্ঞপ্তিতে সহকারী ডেন্টালের পদসংখ্যা ছিল ৩০টি। বিসিএস (বন) ক্যাডারে পদসংখ্যা বেড়ে হয়েছে ১৬টি। মৎস্য ক্যাডারে বেড়ে হয়েছে ৩৩টি। রেলওয়েতে পদ বেড়ে হয়েছে ১১টি।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ সালের ডিসেম্বরে ৪১তম বিসিএসের ভাইভা শুরু হয়, যা এখনো চলছে। গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৯১৫ ক্যাডার নেওয়া হবে শিক্ষায়। শিক্ষার পর বেশি প্রশাসন ক্যাডারে। এই ক্যাডারে ৩২৩ জন নিয়োগ দেওয়া হবে। পুলিশে নেওয়া হবে ১০০ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।