News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা কিশোরগঞ্জের মেয়ে তানজিম মুনতাকা সর্বা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-02-12, 9:34am

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1707708936.jpeg




২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘন্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছে সে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের মেয়ে তানজিম মুনতাকা সর্বা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় সে। রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল এই মেধাবী।

তানজিমের এমন সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকার স্বজনরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।