News update
  • UK election winner becomes PM only when King says so     |     
  • Bangladeshi youth killed in BSF firing at Thakurgaon border     |     
  • IGP Abdullah Al Mamun's tenure extended by one year     |     
  • Over 60, 000 people marooned as floods in Kurigram deteriorate     |     
  • 6 killed, 28 injured in Dinajpur road accident     |     

এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-07-01, 10:53am

hsc2-a3647d1cae3ab51f7ef8e22093c54b441719809621.jpg




চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।  রোববার (৩০ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে বোর্ডটি সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা করা হয়, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, সারা দেশে আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেইট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘন্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় দেরি হওয়া এ সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।’  

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আবহাওয়া পূর্বাভাসে আগামী ৫/৭ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাত ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। সুতরাং পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষাচলাকালে অতিরিক্ত সময় দিতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার কারণে স্থগিত হওয়া কারিগরি, মাদরাসা ও সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা কয়েকদিনের মধ্যে তাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে।

রোববার (৩০ জুন) সকাল ১০ টায় সারা দেশে এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি ও যানজটের কারণে নির্ধারিত সময়ে কোনো কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পরে।