News update
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     

বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ জুন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-05-29, 4:45pm

c8887e5bf17aed04100d16f4f1d985ea0436516901a9d7b5-c11d145b2dfaf0c34e4411ec40ad2b0f1748515526.jpg




বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগামী ১ জুন থেকে আবেদন শুরু হবে।

বৃহস্পতিবার (২৯ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জনা গেছে।

এতে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সহকারী সার্জন পদে ২৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ১ জুন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। ফি জমাদানও শুরু ১ জুন। ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। তবে ২৮ জুন সন্ধা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

৪৮তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

নিয়োগের বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।