News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

৪৭তম বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-09-17, 7:14am

14a6a6d7b2f79f03a3b3268779ba5669de663c6a68754acd-d0a9e469197808fd0dfda30caa480da11758071643.jpg




৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে নিরাপত্তা তদারকির জন্য ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১১৩টি কেন্দ্রে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য সাতজন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকার কেন্দ্রগুলোর জন্য নিয়োগ দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এ ছাড়া এ-সংক্রান্ত ৯ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।