News update
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     

আজও দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2025-06-10, 6:45pm

faf10deda311a75e68ce51350daa82995289f7dd5ba4f63b-067a537ad2ebe5a5a12c4847e303e2121749559505.jpg




ঈদের ছুটির চতুর্থ দিনেও দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো। ছোট শিশুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মা-বাবা। এতে মহাখুশি শিশুরা। যান্ত্রিক জীবন থেকে খানিক মুক্তি পেয়ে খুশি অভিভাবকরাও।

ঈদের ছুটি শেষ হতে যাচ্ছে। তবুও ফুরায়নি ছোট শিশুদের বায়না। তাইতো অবুঝ শিশুদের নিয়ে অভিভাবকরা ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে।

মঙ্গলবার (১০ জুন) ঈদের ছুটির চতুর্থ দিনে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেই জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীদের। আসে শিশুরাও। বানর, পাখি কিংবা বাঘ-সিংহের মতো নিরীহ প্রাণীদের সঙ্গে গড়ে তোলে মিতালী।

যান্ত্রিক শহরে পরিবারের সঙ্গে এ সময়টা রাজধানীবাসীর একান্তই নিজের। নেই ব্যস্ততা, নেই অফিসফেরত ক্লান্তি। এ যেন মুক্ত মনে সীমাহীন এক প্রশান্তি। এক বুক আনন্দ নিয়ে ঘরে ফেরা তাদের।

এদিকে সকাল থেকেই শ্যামলীর শিশুপার্কে লেগে আছে শিশুদের উচ্ছ্বাসিত ভিড়। উদ্দেশ্য মজার মজার রাইডসে চড়া। ঈদের আনন্দকে পূর্ণতা দিতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারায় তৃপ্ত অভিভাবকরাও।