News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

এয়ার ইন্ডিয়ার বিমানে এবার বোমার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2025-06-13, 1:33pm

9de87ace6c82310a5bb9579f7742ebb8b7191d7ae1735645-7e5fe04051b90d363d84c55a19732ee11749799983.jpg




থাইল্যান্ড থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে মাঝ-পথেই বিমানটি ফিরে যায় ফুকেট বিমানবন্দরে।

বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই শুক্রবার (১৩ জুন) সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বিমানের মধ্যে বোমা রাখা হয়েছে, এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে ফিরতি রুট ধরার সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। 

এয়ারপোর্টস অব থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট এইই ৩৭৯ অবতরণের পরেই সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

নিরাপত্তাবিধি মেনেই একে একে সব যাত্রীকে নামিয়ে আনা হয় বলে জানানো হয়েছে।