News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

পর্যটন 2025-08-07, 12:15am

the-dead-body-of-a-tourist-who-went-missing-while-taking-bath-at-khakata-beach-was-recovered-on-wednesday-a96d6bfc72d4cf3b89b9db5182886a6f1754504102.jpg

The dead body of a tourist who went missing while taking bath at Khakata Beach was recovered on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)  এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা ২টা ২০ মিনেটের দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় এ পর্যটক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ বুধবার সকালে সমুদ্র সৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। বেলা ২টা ২০ মিনেটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ পর্যটক সামাদ সিদ্দিকী পারভেজকে প্রায় তিন ঘন্টা অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় একই জায়গা থেকে ডুবুরিদল উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। - গোফরান পলাশ