News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল, চেকপোস্ট-তল্লাশি

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2025-06-05, 9:18pm

1fd319f03ba789a1d545237e1e272188c4855371a401c58e-ce6cc544e11f0e5ed2a7bb47bf38f0c21749136714.jpg




ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জসহ সাতটি জেলায় সড়ক মহাসড়কে টহল জোরদারসহ চেকপোস্ট স্থাপন করে যানবাহনগুলোতে তল্লাশি করছে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে জেলার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কগুলোতে টহলের পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সাঁড়াশি অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, এসব জেলায় ঈদের বড় জামাতগুলোতে মুসল্লিদের নিরাপত্তা এবং ছুটি শেষে ঈদ পরবর্তী সময় ফিরে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও নানা কার্যক্রম চলমান থাকবে। যার ফলে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১৭ টি জেলার মানুষের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।