News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

আসামি গণমাধ্যমে কথা বলার সুযোগ পাওয়ায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2025-11-15, 10:19pm

b26a392744e407607708b16a779f65ae6a6d9d05dc1b910f-88c53c5fa116078141fb51c51f76b8ab1763223555.jpg




রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা ও তার স্ত্রী হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামি হেফাজতে থেকে গণমাধ্যমে কথা বলার সুযোগ পাওয়ায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের সাময়িক বরখাস্ত করেন।

সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন রাজপাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার কারণে এই চারজনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরইমধ্যে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে আনা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া ফ্ল্যাটে খুন হয় রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী। এছাড়া হামলাকারী নিজেও ধস্তাধস্তিতে আহত হন। হাসপাতালে ভর্তি করার পর অভিযুক্ত লিমন মিয়াকে হেফাজতে নেয় পুলিশ। ওই সময় আসামি লিমন মিয়ার দেয়া বক্তব্য গণমাধ্যমে প্রচার হয়।

এর আগে শনিবার সকালে অভিযুক্ত লিমনের বক্তব্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ায় প্রচারের সুযোগ প্রদান করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি বিবিধ মামলা হয়। আগামী ১৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিন দুপুরে আসামি লিমনেরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।