News update
  • Campaign Opens as Tarique Starts in Sylhet, Jamaat Heads North     |     
  • BNP Expels 59 More Rebels for Defying Election Line     |     
  • Govt Plans to Keep Two State Banks, Merge Remaining Ones     |     
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-09-06, 2:46pm

us-ambbasy-dhaka-280b1925a84d987adc814df13ada360b1725612384.jpg




ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। জানিয়েছে, পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে দূতাবাসটি।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে। এনটিভি নিউজ।