News update
  • 700 sued over lynching of 2 people in Rangpur     |     
  • Non-intake of vegetables by BD children fuel Health Crisis     |     
  • 5 Al Jazeera journos killed in Israeli strike on Gaza City     |     
  • Cluster homes becoming popular in Kurigram char areas      |     
  • UNSC meet in emergency session, amid starvation in Gaza     |     

ভিজিট ভিসা নীতি শিথিল করলো কুয়েত, মেয়াদ ১ বছর!

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-05, 3:48pm

c3aa3d390cb8207f77df6633d3167c5117de7b87745a2824-9554767904a743bf413f5d26c3db5d661754387332.jpg




ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং ভিসা নীতিতে একাধিক শিথিলের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

সোমবার (৪ আগস্ট) আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী-এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ ৩ মাস, যা ৬ মাস কিংবা ১ বছরের জন্যও বাড়ানো যেতে পারে।

এই সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়, অন্যদিকে প্রবাসীদের জন্যও খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ সংবাদমাধ্যমকে বলেন, কুয়েত ভিসা প্ল্যাটফর্মে বিদ্যমান জটিলতা ও নাগরিক-প্রবাসীদের অভিযোগ আমলে নিয়ে এই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা খোলা মনে জনগণের মন্তব্য গ্রহণ করছি, কারণ আমাদের লক্ষ্য কুয়েতকে নেতা হিসেবে গড়ে তোলা। আমরা পরিপূর্ণতার দাবি করি না, কিন্তু উন্নতির জন্য সদা সচেষ্ট।’

আরব টাইমস বলছে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পূর্বশর্ত যা এতদিন ভিজিট ভিসার জন্য আবশ্যক ছিল, সেটিও বাতিল করা হয়েছে। পাশাপাশি আত্মীয়তার ক্ষেত্রে শিথিলতা এনে চতুর্থ ডিগ্রী পর্যন্ত আত্মীয়দের জন্য ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে অভিবাসীদের জন্য পরিবার-পরিজনদের কুয়েত ভ্রমণের পথ আগের চেয়ে অনেক সহজ হবে।

প্রতিবেদনে বলা হয়, নতুন ভিসা নীতিতে আরও একটি বড় পরিবর্তন এসেছে বিমান যাত্রার ক্ষেত্রে। এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই যাতায়াত করতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন মিডল ইস্ট এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাও এই যাত্রীদের বহন করতে পারবে।

এতে যাত্রীরা যেমন বিকল্প সুবিধা পাবেন, তেমনি টিকিটের দামও তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক থাকবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্র কোনো বিমান সংস্থার বিপণনকারী নয়। তাদের নিজেদের বাজার তৈরি করতে হবে।

শেখ ফাহাদ আরও বলেন, আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি। কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য। ভিসা সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে, নিরাপত্তা ঝুঁকিপূর্ণদের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথাও বলেন মন্ত্রী।

তিনি স্পষ্ট করে বলেন, যারা দেশের বাণিজ্যিক কার্যকলাপে মূল্য যোগ করে না কিংবা নিজেদের অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন না, তাদের জন্য কুয়েতের দরজা খোলা নয়।

সংশ্লিষ্টরা বলছেন, ভিসা নিয়ে এই সিদ্ধান্ত কুয়েতবাসী ও প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সহজতর ও নমনীয় ভিসা নীতির মাধ্যমে কুয়েত শুধু পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়াচ্ছে না, বরং নিজেদের অর্থনীতিকেও উন্মুক্ত করছে বিশ্বের কাছে। পর্যটন ও বাণিজ্যে আকর্ষণীয় গন্তব্য হিসেবে কুয়েতের ভাবমূর্তি আরও মজবুত হবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।