
দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশি। ছবি: ভিডিও থেকে নেয়া
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট নিবন্ধনে দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা এখন ব্যস্ত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায়।
গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে। নানা জটিলতার কারণে আরও পাঁচ দিন নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর প্রথম পর্বে রোববার (২৩ নভেম্বর) বিকেল পর্যন্ত ৩৪টি দেশের ১৭ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা।
তবে সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টা পর্যন্ত স্বাভাবিকভাবেই ভোটার নিবন্ধন আরও বেড়েছে। এই সময় পর্যন্ত ২০ হাজার ৭৫০ জনের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজারের বেশি দক্ষিণ কোরিয়ার প্রবাসী নিবন্ধন করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।
গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পরপর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।
দক্ষিণ কোরিয়ায় অনলাইন নিবন্ধনে নিজের তথ্য যাচাই করে নিশ্চিত হতে অনেকে পরস্পরকে সাহায্য করছেন। পাশাপাশি কোরিয়ায় বিভিন্ন কমিউনিটিগুলোকেও নিবন্ধনে সহযোগিতা মূলক কার্যক্রম চালাতে দেখা যায়।
ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। অনেকে জানাচ্ছেন জীবনে প্রথম ভোট দেয়ার সুযোগ পেয়ে গর্বিত। তাই এবার বিদেশেই ভোট দেয়ার সুযোগ তাদের কাছে এক নতুন অধ্যায়।
এদিকে, দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধনে প্রবাসীদের বড় একটা অংশ ওটিপি জটিলতায় পড়ছেন। প্রবাসীদের অভিযোগ নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই এখনো নিবন্ধন করতে পারছেন না।
ওটিপি না আসার বিষয়টিকে নির্বাচন কমিশনের টেকনিক্যাল ইস্যু বলে জানিয়েছেন হেল্প সেন্টার।
নির্বাচন কমিশনের হেল্প সেন্টার বলছে, ওটিপি না আসাটি একটি টেকনিক্যাল ইস্যু। এটা নিয়ে কাজ চলছে। আশা করি আজকের মধ্যে এটার সমাধান হয়ে যাবে।
রোববার মধ্য রাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার করণে আরও পাঁচ দিন অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।