News update
  • BB Buys $313m to Stabilise Falling Dollar Rate     |     
  • UK Firms Eye Bangladesh for New Investment Sectors     |     
  • Gaza: 875 Killed Seeking Food Amid Blockade, Says UN     |     
  • 14m children did not receive a single vaccine in 2024: UN      |     
  • UN Extends Yemen Mission as Red Sea Tensions Escalate     |     

কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রশাসন 2024-12-17, 12:36am

freedom-fighters-and-family-members-of-martyred-freedom-fighters-were-accorded-a-reception-in-kalapara-on-monday-5876b404441e2c5b293a7d7aa80b60e11734374207.jpg

Freedom fighters and family members of martyred freedom fighters were accorded a reception in Kalapara on Monday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়া অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহমেদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ'র অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন কলাপাড়া পৌর শাখার সভাপতি এড. জেড এম কাওছার এবং বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে নগদ অর্থ এবং উপহার তুলে দেন অতিথিরা। - গোফরান পলাশ