News update
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     

সাফ চ্যাম্পিডনশিপ: আমরা লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি: ছোটন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-09-19, 8:36am




বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, বাংলাদেশ সাফ ফুটবল শিরোপা জয়ের লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। নেপালের দশরথ রঙ্গশালা  স্টেডিয়ামে  স্বাগতিক নেপালের মুখোমুখি হবে শক্তিশালী বাংলাদেশ।

স্বাগতিক নেপালের বিপক্ষে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন,‘দল ফাইনালের জন্য মানসিক ও ফিজিক্যালি ফিট। নেপাল খুবই শক্তিশালী দল। ফিজিক্যালি ও ট্যাকটিক্যালি উভয় দিক থেকেই। আমদের শেষ চারটি ম্যাচ মেয়েরা দুর্দান্ত খেলেছে।

স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তারপরও আমরা চার ম্যাচে দুর্দান্ত  খেলেছি। মেয়েরা ভাল খেলেছে। কোন প্রেসার নেই।’
ছোটন বলেন, ‘আমরা  মানসিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ। মেয়েরা লড়তে প্রস্তুত। গোলকিপারসহ রক্ষনে যারা রয়েছে তারা ভাল করছে। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।

নেপাল ভাল ফুটবল খেলে। আশাকরি ১৫ হাজার দর্শক আসবে  ফাইনালে। এই ক্রাউডে খেলা কিছুটা কঠিন।  নেপাল এই সুবিধা পাবে।

এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। শেষ চার ম্যাচে যে পারফরম্যান্স করেছে মেয়েরা, সেই একই রিদমে খেলবে ফাইনালেও।

নেপালের সাবিত্রা ভান্ডারি দক্ষিণ এশিয়ায় অন্যতম সেরা স্ট্রাইকার। আমাদেরও সাবিনা, মাসুরার খেলার অভিজ্ঞতা রয়েছে। নেপাল অবশ্যই শক্তিশালী দল। তবে সাবিত্রা থাকা না থাকা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। অন্যরাও ভাল খেলে।এবার নেপালের বিপক্ষে জয়ের ব্যপারে আমরা আশাবাদি। বিগত দিনে  বিপক্ষে জিততে পারিনি।  তবে  বিগত দিনে কি হয়েছে, না হয়েছে তা নিয়ে ভাবছি না। মেয়েরা ভাল ফুটবল খেলবে। ভারতের সঙ্গে কখনো জিতিনি। এবার তা হয়েছে। কাল (সোমবার) আরেকটি দিন। অন্য দিন। যদি মেয়েরা ভালভাবে খেলতে পারে, তাহলে নতুন একটা কিছু দেওয়ার চেস্টা করবে। ইতিহাস সৃস্টি করতে চেস্টা করবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকে বৃষ্টি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে জয় আটকে রাখতে পারেনি। কাল আমাদের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে দলের মেয়েরা। ক্রাউড, শাউট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।
উজবেকিস্তানে আমরা এশিয়া কাপের বাছাইয়ে দুটি ম্যাচ খেলেছিলাম। ওইখানের অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দিয়েছে। যা কালকের ম্যাচে কাজে দেবে।’ তথ্য সূত্র বাসস ।