News update
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     
  • DSE to complete IPO process within 6 months: MD     |     
  • Prof Yunus asks for simplifying reform report for people     |     
  • Forces from inside-outside may work to thwart polls: Prof Yunus     |     
  • NCC for referendum, after July Charter order promulgation     |     

ফুটবল ভক্তদের জন্য উন্মাদনার এক রাত

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-24, 5:56pm




জমে উঠেছে কাতার বিশ্বকাপ ২০২২। বিশ্বকাপের ২২তম আসরের প্রথম চারদিনের মধ্যে দুটি অঘটন দেখে গেছে ফুটবল বিশ্ব। প্রথমে সৌদি আরবের কাছে হট ফেভারিট আর্জেন্টিনার হার চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। এরপর জার্মানি হেরেছে জাপানের বিপক্ষে। দুই দলই অঘটনের শিকার হয়েছে ২-১ গোল ব্যবধানে।

তবে প্রথম চার দিনের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ ছিল একটি করে। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে দুইয়ে। আজ (২৪ নভেম্বর) মাঠে নামবে দুই হট ফেভারিট দল ব্রাজিল এবং পর্তুগাল। দুটি ভিন্ন ম্যাচে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দলটির প্রতিপক্ষে আফ্রিকান দেশ ঘানা। ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে মাঠে নামার আগে পরিষ্কার ফেভারিট রোনালদোর পর্তুগালই। স্টেডিয়াম ৯৭৪ (রাস আবু আবুদ) এ মাঠে নামার আগে অবশ্য ঘানাও চাইবে পুরনো প্রতিশোধ নিতে। ২০১৪ সালে বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের কাছে হেরে গিয়েছিল আফ্রিকার দেশটি।

এদিকে পর্তুগাল ম্যাচ শেষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে সেলেসাওরা। একই মাঠে অবশ্য আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। সেই একই ভয় এবং শঙ্কা নিয়ে ব্রাজিল মাঠে নামে কি না, তাই দেখার।

যদিও সার্বিয়ার বিপক্ষে পরিষ্কার ফেভারিট সেলেসাওরা। তারকায় ঠাসা ব্রাজিলের সামনে টিকতে না পারারই কথা সার্বিয়া। তবে বর্তমানে লাতিন আমেরিকার দলগুলোর সঙ্গে ভালোই টেক্কা দিচ্ছে ইউরোপের দলগুলো। সেই হিসেবে ব্রাজিলের বিপক্ষে জমজমাট লড়াই উপহার দেওয়ার সম্ভাবনা রয়েছে সার্বিয়ারও। তথ্য সূত্র আরটিভি নিউজ।