মেসি ও ডি মারিয়ার গোলে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে কিছু সময়ের মধ্যেই জোড়া গোল করে সমতায় ফিরে আসে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করার পরের মিনিটেই জাদুকরী এক গোল করে বসেন কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই এমবাপ্পের জাদুতে ২-২ ব্যবধানে সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়ের খেলা। ফলে কাতার বিশ্বকাপের ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। এই সময়েও কোনো দল গোল করতে না পারলে ম্যাচের ফল গড়াবে টাইব্রেকারে।
রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর ৩৭তম মিনিটে ডি মারিয়ার গোলে আলবিসেলেস্তেরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও আর্জেন্টিনা আক্রমণে নিজেদের আধিপত্ত ধরে রেখেছিল। ম্যাচের নিয়ন্ত্রণও তাদের কাছেই ছিল। কিন্তু ৭৮ মিনিটে কলো মুয়ানি বল নিয়ে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর এগিয়ে যাওয়ার পর ফাউল করে বসেন নিলোলাস ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।
৮০তম মিনিটে স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোল করে দলকে প্রথম স্কোর এনে দেন এমবাপ্পে। এরপর যেন নিজেদের ফিরে যায় ফ্রান্স। যার কারণে এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল করেন এমবাপ্পে। ৮১ মিনিটে এমবাপের দুর্দান্ত ভলিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তথ্য সূত্র আরটিভি নিউজ।