News update
  • Developing countries united for a Just Transition Mechanism     |     
  • UN Warns of Worsening Hunger Crisis Threatening Millions     |     
  • Alamdanga’s disabled Zahurul sees the world through his hands     |     
  • Touhid dismisses Indian media reports linking Dhaka for Delhi blast     |     
  • IOM, HCI partner to combat human trafficking in Rohingya camps     |     

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনা কোচ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-12-28, 2:44pm




আর্জেন্টাইন্টার ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লডিও টাপিয়া বলেছেন জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির থাকার ব্যপারে তারা আত্মবিশ্বাসী। 

এ সম্পর্কে টাপিয়া বলেছেন, ‘স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমরা দুজনেই নিজেদের কথার মানুষ। আমরা একে অপরকে কথা দিয়েছি। সে আমাদের সাথে থাকবে এতে অন্তত আমার কোন সন্দেহ নাই।’

৪৪ বছর বয়সী স্কালোনি ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে ২০২১ সালে ব্রাজিলকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। যা ছিল ১৯৯৩ সালের পর আর্জেন্টিনার প্রথম কোন শিরোপা। এরপর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এ মাসেই ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে হারিয়ে বিশ্ব কাপের শিরোপা জয় করে, যার নেপথ্যে ছিলেন স্কালোনি। ২০১৮ সালে রাশিয়া বিশ^কাপে শেষ ষোল থেকে বিদায় নেবার পরপরই জর্জ সাম্পাওলির উত্তরসূরী হিসেবে স্কালোনি যখন থেকে দায়িত্ব পান তখন খুব একটা ফেবারিট হিসেবে এই পদে আসীন হননি। 

টাপিয়া বলেন, ‘এ সময় ৯৯ শতাংশ মানুষ মনে করেছিল আমরা ভুল করেছিলাম অথবা আমরা পাগলামি করছি। কিন্তু তার অধীনেই এই দলটি সবার মুখে হাসি ফুটিয়েছে। বিশেষ করে বিশ্ব কাপের শিরোপা আমাদের জন্য একটি অনন্য অর্জন।’ তথ্য সূত্র বাসস।