News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

অসাধারণ পারফরম্যান্সে রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে সিটি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-05-18, 7:59am

resize-350x230x0x0-image-223754-1684360397-ad4ea7ece5ed3110d51866640b8ac1401684375197.jpg




অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতে প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল পেপ গার্দিওলার দল।

এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল সিটি। গতবার সেমিফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি দলটি।

প্রথম লেগ সিটি ৪-৩ গোলে জিতলেও দ্বিতীয় লেগ রিয়াল জিতে নিয়েছিল ৩-১ গোলে। এর আগের মৌসুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরেছিল সিটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।