News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-05-30, 9:02pm

resize-350x230x0x0-image-225527-1685449069-f68d213a4d463806cd884844df6837bc1685458970.jpg




ম্যাচের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলিনদ্রেস। মাঝ মাঠ থেকে হৃদয়ের নেওয়া লম্বা পাস বক্সের ভেতরেই পেয়ে যান কোস্টারিকান এ ফরোয়ার্ড। এরপর দ্রুতগতির শটে লক্ষ্যভেদ করে দলকে ২-০ গোলের লিড এনে দেন তিনি।

বিরতি থেকে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহামেডান। ক্রমেই পাল্টে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

ম্যাচের ৫৯তম মিনিটে প্রথম গোলটি করেন দিয়াবাতে। তার প্লেসিং শটে পরাজিত হন আবাহনীর গোলরক্ষক। এর মিনিট চারেক পরেই জোড়া পূরণ করেন দিয়াবাতে।

মোহামেডানের সমতায় ফেরার মিনিট পাঁচেক পর আবারও লিড নেয় আবাহনী। ম্যাচের ৬৫তম মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী।

শেষ দিকে ম্যাচের ৮৩তম মিনিটে দিয়াবাতের হ্যাটট্রিকে আবাহনীর আশা ভেঙে আবারও সমতা আনে মোহামেডান। এরপর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

প্রায় ৮ বছর পর অতিরিক্ত সময়ে গড়ানো ফেডারেশন কাপের ফাইনালের লড়াইটা আরও বেশি জমজমাট হয়ে ওঠে। ম্যাচের ১০৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোল করেন মোহামেডানের দিয়াবাতে। তার গোলে আবারও লিডে ফিরে সাদা-কালো শিবির।

এরপর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আকাশী-নীলদের শিবির। এ যাত্রায় সফল দলটি। অতিরিক্ত সময়ের শেষ দিকে এবার স্বপ্নভঙ্গ মোহামেডানের। ডি-বক্সের অনেক বাইরে থেকে লম্বা শট নেন রহমত। পরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল। এতে মোহামেডানের জয়োল্লাসের স্বপ্ন থামিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখে আবাহনী। এরপর আর কোনো গোল না হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

ভাগ্য প্রসন্ন টাইব্রেকারে শেষ রোমাঞ্চে মাতেন মোহামেডানের সমর্থকরা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। তথ্য সূত্র আরটিভি নিউজ।