News update
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     

৩২ দেশের ফিফা নারী বিশ্বকাপ শুরু বৃহস্পতিবার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-07-19, 7:11pm

resize-350x230x0x0-image-232241-1689768169-ce6173fa3a151fa4f46604e6186bfac31689772270.jpg




দরজায় কড়া নাড়ছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর।

বৃহস্পতিবার (২০ জুলাই) নারী ফুটবলের এই সর্বোচ্চ আসর শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ।

নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নারী বিশ্বকাপে এত দলের অংশগ্রহণ একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেভারিট হিসেবে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।

১৯৯১ সালে চীনে অনুষ্ঠিত প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল। ২০১১ সালে তা বেড়ে হয়েছিল ১৬টি দলে। চার বছর আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে খেলেছিল ২৪টি দল। এবার তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে।

এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

অংশগ্রহণকারী দলগুলো হলো :

গ্রুপ এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সুইজারল্যান্ড

গ্রুপ বি : অস্ট্রেলিয়া, আয়ালল্যান্ড, নাইজেরিয়া, কানাডা

গ্রুপ সি : স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান

গ্রুপ ডি : ডেনমার্ক, ইংল্যান্ড, চায়না, হাইতি

গ্রুপ ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল

গ্রুপ এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা

গ্রুপ জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা

গ্রুপ এইচ : জার্মানি, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া । তথ্য সূত্র আরটিভি নিউজ।