ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে অবিশ্বাস্য প্রভাব ফেলেন লিওনেল মেসি। মায়ামির ক্লাবটিতে যোগ দেওয়ার পর ১৪ ম্যাচ খেলে ১১টি গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপজয়ী এই অধিনায়কের নৈপুণ্যে লীগস কাপের শিরোপা জেতে মায়ামি। ইউএস ওপেন কাপে হয় রানার্সআপ। মেসির কারণে মায়ামির দর্শকও বহুগুণে বেড়ে যায়। এসব কারণে বছরের সেরা অ্যাথলেটের পুরষ্কার জিতেছেন মেসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। তিনিই প্রথম ফুটবলার, যিনি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন।
প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি
২০১৯ সাল থেকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে আসছে টাইম। সে বছর সম্মানসূচক এই পুরস্কার পেয়েছিল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। পরের বছর খেতাবটি পান বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস জেতেন অ্যাথলেট অব দ্য ইয়ারের পুরস্কার।
সবশেষ ২০২২ সালে নিউইয়র্ক ইয়াঙ্কির বেসবল তারকা অ্যারন জাজ জেতেন টাইমের বর্ষসেরার পুরস্কার। আর এবার প্রথম ফুটবলার হিসেবে সম্মানটি অর্জন করলেন মেসি। গত বছর দেশকে বিশ্বকাপ ও এ বছর মায়ামিকে লিগ কাপ জেতানোর ফল হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।
গত বছর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।
দলকে চ্যাম্পিয়ন করার দৌড়ে ৭ গোল করেন মেসি। ৭ গোলের পাশাপাশি ৩টি গোল করতে সহযোগিতা করেন তিনি। পরে গোল্ডেন বল পুরস্কার পান এই তারকা ফুটবলার। এরপর এ বছরের জুলাইয়ে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেন তিনি।
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে প্রথম বছরেই দলকে প্রথম কোনো শিরোপা জেতান মেসি। ট্রফি জেতানোর পথে মেসি নিজে ৭ ম্যাচে করেন ১০ গোল। লিগ কাপ জেতার পাশাপাশি ইন্টার মায়ামি উঠেছিল ইউএস ওপেন কাপের ফাইনালেও। তবে হাস্টন দিনামোর কাছে ট্রফি হারাতে হয় মেসিবিহীন মায়ামির। আরটিভি নিউজ।