শেষ হল ফরাসি লিগ। গতবারের মতো এবারও লিগ শিরোপা জিতেছে পিএসজি। জয় দিয়েই মৌসুমটা শেষ করেছে এনরিকের দল। রোববার (১৯ মে) মেসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় পিএসজি।
শিরোপা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। শেষ সপ্তাহে বেশ তরুণ এক দল মাঠে নামান কোচ এনরিকে। তাতেই মেসের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় পিএসজি। প্রথম হাফের পাঁচ মিনিটের ব্যবধানে দুইটি গোল হয়।
ম্যাচের সপ্তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন সোলের। আর ১২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লি। আগামী ২৫ মে কুপ ডি ফ্রান্সের ফাইনালে লিওঁ-র মুখোমুখি হবে পিএসজি।
এদিকে জয় পেয়েছে টেবিলের দুইয়ে থাকা মোনাকো। ন্যান্টেসকে তারা ৪-০ গোলে হারিয়েছে। জয় পেয়েছে লিওঁ এবং মার্শেই-ও। লিওঁ স্ট্রাসবার্গের বিপক্ষে ২-১ গোলে এবং লে হাভরের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে মার্শেই। সময় সংবাদ