News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

লিভারপুল ও আর্সেনালের বড় জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-09-26, 6:16am

b7177caaa95eb54cc274c144f2dfa6243456949e534fe9b6-f49e5cb7edcfd392ebebef090051ffd51727309789.jpg




কারাবো কাপে বড় জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই দলের জয়ের ব্যবধানই ৫-১। অল রেডরা ওয়েস্টহ্যামকে ও গানার্সরা বোল্টনকে হারিয়েছে।

নিজেদের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে বড় জয় পেলেও শুরুতে গোল হজম করে বসেছিল লিভারপুল। ডিফেন্ডার জারেল আমোরিনের ভুলে ২১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি হয়। দিয়েগো জোতা প্রথমার্ধে ব্যবধান ১-১ করেন। জোতার গোলে সহায়তা করেন এ ম্যাচ দিয়ে অভিষেক হওয়া ফেদেরিকো কিয়েসা। ওই স্কোর লাইন নিয়েই বিরতিতে যায় উভয় দল।

জোতাই দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন। তার এবারের গোলে সহায়তাকারী কার্টিস জোনস। ৭৪ মিনিটে কনর ব্রাডলিকে ডি বক্সের ভেতর বল বাড়িয়ে দিয়েছিলেন মোহামেদ সালাহ। ব্রাডলি ডি বক্সের মধ্যিখানে ম্যাক অ্যালিস্টারকে পাস দিলে আর্জেন্টাইন তারকা গোলে শট নেন। ওয়েস্টহ্যাম গোলরক্ষক বল ঠেকিয়ে দেন, ফিরতি বলে শট নিয়ে জালের দেখা পান সালাহ। ২ মিনিট পরই লাল কার্ড দেখেন এডসন আলভারেজ। ১০ জনের দলের বিপক্ষে পরের দুটি গোলই করেন কোডি গ্যাকপো। ৯০ মিনিটে ডারউইন নুনেজের কাছ থেকে বল নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হয় পঞ্চম গোল।

২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।

আর্সেনাল বনাম বোল্টন ম্যাচে ১৫ মিনিটে ডেডলক ভাঙেন ডেকলাইন রাইস। বোল্টনের এক ডিফেন্ডার বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্যর্থ হলে ফাঁকায় বল পান রাইস। পজিশন নিয়ে শট করে জালের দেখা পান তিনি। প্রথমার্ধের অন্য গোলটিও করে আর্সেনাল।

প্রথমার্ধে শেষ গোল করা এথান নুয়ানেরি ৪৯ মিনিটে আরেকটি গোল করেন। ৫৩ মিনিটে ব্যবধান কমান বোল্টনের অ্যারন কলিন্স। এরপর ৬৪ মিনিটে রহিম স্টার্লিং ও ৭৭ মিনিটে কাই হ্যাভার্টজ জালের দেখা পেলে বড় ব্যবধানেই জয় নিশ্চিত হয় মিকেল আর্টেটার শিষ্যদের।

২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড।