News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-10-04, 12:42pm

retertertwr-c54b7dc32bfa8ace688cd18999855a3b1728024159.jpg




২০১৬ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টটির দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ফ্রান্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো। ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ।

ফ্রান্সের গোলমুখে আর্জেন্টিনা মোট ৩২টি শট করে, যার ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রান্স করে ৪৪টি শট, যার ৮টিই ছিল লক্ষ্যে। অথচ ম্যাচের প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স।

এই ম্যাচটিতে জয় তুলে নেয়ায় ফুটসাল বিশ্বকাপের ফাইনাল রূপ নিলো ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোয়’। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৬ অক্টোবর)।

গত শুক্রবার শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে তারা কাজাকিস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এবার ফ্রান্সকে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখল দলটি।

সবশেষ ২০২১ সালে আসরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। এবারও তারা শিরোপা জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে। তবে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে আলবিসেলেস্তেদের।আরটিভি