News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

বিশ্বে সবচেয়ে বেশি মানুষ দেখে যে ফুটবল লিগ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-10-06, 12:29pm

rtretwetwe-b4a63528e4571252f4a5d7b6341610b11728196175.jpg

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। ছবি: সংগৃহীত



ফুটবলের জনপ্রিয়তা নিয়ে তর্ক করাটা নেহাতি বোকামি। যেখানে সারা বিশ্বে দুইশ’রও বেশি দেশ ফুটবল খেলে, সেখানে এর জনপ্রিয়তা নিয়ে কোনও বিতর্ক চলে না। সারা বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খুব বেশি একটা থাকে না। তবে বিভিন্ন দেশের লিগের খেলা চলে বছরব্যাপী। তবে কোন দেশের লিগ বিশ্বের মানুষ সবচেয়ে বেশি দেখে, সেটি হয়তো অনেকেই জানেন না।

যদি বলি সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ কোনটি, তাহলে হয়তো আপনি বলবেন ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা, আবার কারও কাছে সেরা লিগ বুন্দেসলিগা। তবে আপনি কী জানেন, কোন দেশের লিগ বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখে? হ্যা, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। স্বাভাবিকভাবে এই লিগের খেলা দেখেনও বেশি মানুষ। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসির মতো ক্লাব খেলে এই লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় গড়ে প্রতি ম্যাচে উপস্থিত দর্শক থাকে প্রায় ৩৮,১৮১ জন। এছাড়া প্রতি ম্যাচ দেখেন ৬৪৩ মিলিয়ন দর্শক। এছাড়া সারা বিশ্বে ইংলিশ প্রিমিয়ার লিগের টেলিভিশন দর্শক আছেন ৩.২ বিলিয়ন মানুষ। 

এরপরের স্থানে আছে স্পেনের লিগ লা লিগা। এই লিগেই খেলে লেজেন্ডারি দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিগ ইতিহাসে রিয়াল মাদ্রিদ অন্যতম সফল একটি ক্লাব। ২০১৯-২০ মৌসুমে সারা বিশ্বে লা লিগার দর্শক ছিল ২.৮ বিলিয়ন। 

তালিকায় তিন নম্বরে আছে ফ্রান্সের লিগ (লিগ ওয়ান)। লিগ ওয়ানের সবচেয়ে নামিদামি ক্লাব হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সবশেষ লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। লিগ ওয়ানের প্রতি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থাকেন গড়ে ২২,৪৮৪। এছাড়া প্রতি ম্যাচে সারা বিশ্বে লিগ ওয়ানের দর্শকসংখ্যা ১০.৫ মিলিয়ন মানুষ। 

চার নম্বরে আছে মেক্সিকোর লিগ। তাদের দেশের লিগের খেলায় প্রতি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত গড় দর্শক থাকেন ২৫,৫৫৭ জন মানুষ। এছাড়া টেলিভিশন দর্শক রয়েছে ৩.৭ মিলিয়ন মানুষ। 

তালিকায় ৫ নম্বরে আছে ইতালিয়ান লিগ সিরি আ। ইতালির লিগে এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাসের মতো দল রয়েছে। সিরি আ’র প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকেন গড়ে ২৪,৭০০ মানুষ। এছাড়া সারা বিশ্বে টেলিভিশন কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে দর্শকসংখ্যা থাকে ২ মিলিয়ন। 

তালিকায় ৬ নম্বরে আছে আমেরিকার মেজর লিগ সকার। দুই বছর আগেও এই লিগের খোঁজ খবর তেমন একটা রাখতেন না কেউ। তবে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর হুহু করে বেড়েছে এই লিগের জনপ্রিয়তা। মাঠে বসে মেজর লিগ সকারের প্রতিটি ম্যাচ উপভোগ করেন গড়ে ২১,৩১০ জন মানুষ। সম্প্রতি সারা বিশ্বে প্রতিটি ম্যাচের ভিউয়ার দুই মিলিয়ন। মেসি আসার আগে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি ম্যাচে ভিউয়ার ছিল ২৮৫,০০০ দর্শক। 

এরপর তালিকায় সপ্তম স্থানে আছে জার্মানির লিগ বুন্দেসলিগা। এই লিগে খেলে বিশ্বের অন্যতম শক্তিশালি ক্লাব বায়ার্ন মিউনিখ। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবও রয়েছে। বুন্দেসলিগার প্রতি ম্যাচে গড় উপস্থিত দর্শক ৪৩,৪৫৮। সারা বিশ্বে প্রতি ম্যাচে ভিউয়ার থাকে ৩৬১,০০০ মানুষ। 

তালিকায় অষ্টম স্থানে আছে ব্রাজিলের লিগ ব্রাসিলিরো সেরি এ। তরুণ খেলোয়াড় তৈরিতে এই লিগ বড় ভূমিকা রাখে। যে কারণে ইউরোপে এই লিগ বেশ বিখ্যাত। এই লিগের মাধ্যমেই নেইমার, ভিনিসিয়াসদের মতো ফুটবলাররা উঠে এসেছেন। এই লিগের প্রতি ম্যাচে মাঠে উপস্থিত দর্শক থাকেন গড়ে ৪৩,৪৫৮ জন। বিশ্বে ভিউয়ার থাকে ১.৪ মিলিয়ন।