News update
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     

আর্জেন্টিনাকে রুখে দিলো ভেনেজুয়েলা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-10-11, 7:44am

9fd6e6016528fd419d971c8a4ad9580bf3ee2f49440a1324-e884bc560ab8c56e0b8ae6ff2b985d2e1728611043.jpg




আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর। দুই মাস পর আলবিসেলেস্তে শিবিরে ফিরেছেন লিওনেল মেসি। তাকে নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশ সাজিয়েছে কোচ লিওনেল স্ক্যালোনি।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার (১১ অক্টোবর) রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে ভারি বৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় ম্যাচ মাঠে গড়াতে কিছুটা বিলম্ব হয়। তার আগে সামাজিক মাধ্যমে ম্যাচের একাদশ প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আট ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে আছে আলবিসেলেস্তে। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ছয় নম্বরে আছে স্বাগতিক ভেনেজুয়েলা। বাছাইয়ে ভেনেজুয়েলার পর বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জয়ে শীর্ষস্থান ভালোভাবে ধরে রাখতে চায় তারা। তবে হারিকেন মিল্টনের কারণে সময়মতো পৌঁছাতে না পারায় কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারেনি আর্জেন্টিনা।

তবে দুই মাস পর লিওনেল মেসি ফেরায় স্বস্তি ফিরেছে দলে । এর আগে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে চিলির বিপক্ষে জিতলেও হেরেছে কলম্বিয়ার কাছে। প্রিয় তারকাকে নিয়ে আবারো স্বরূপে ফেরার আশা আর্জেন্টিনার।

যদিও একাধিক ফুটবলারের ইনুজরিতে রাতের ঘুম হারাম কোচ লিওনেল স্ক্যালোনির। চোটের মড়ক শুরু হয় নিকোলাস গঞ্জালেসকে দিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন জুভেন্টাসের এ ফরোয়ার্ড। এরপর চোটে পড়েন পাওলো দিবালা। অন্যদের মতো ম্যাচ খেলতে গিয়ে নয়, নিজ ক্লাব রোমার অনুশীলনে চোটে পড়েন তিনি। খুব বেশি দিন হয়নি ইনজুরি মুক্ত আর্জেন্টাইন স্কোয়াডে ফেরেন মার্কোস অ্যাকুনা। তবে আবার ইনজুরিতে পড়েন এ লেফটব্যাক। আর সর্বশেষ ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইডেটের আলেহান্দ্রো গারনাচো। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে দলে নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তবে শত সমস্যার ভিড়েও আশাবাদী স্ক্যালোনি। জয়েই চোখ রাখছেন তিনি। প্রতিপক্ষ ভেনেজুয়েলার বিপক্ষে পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। ২৪ জয়ে এগিয়ে আলবিসেলেস্তে। দুটি ম্যাচ হয়েছে ড্র। আর দুবার আর্জেন্টিনাকে হারাতে পেরেছে ভেনেজুয়েলা। ১৬ অক্টোবর পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে স্কালোনির শিষ্যরা। 

আর্জেন্টিনা একাদশ:

জেরোনিমো রুল্লি; নাহুয়েল মোলিনা, জের্মান পেজ্জেলা, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো; থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। সময় সংবাদ।