News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

আল হিলাল অধ্যায়ের সমাপ্তি ঘটালো নেইমার, নতুন গন্তব্য কোথায়?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-01-28, 4:52pm

img_20250128_164831-1024a0dc2d67dfc1b5dfb4b8aadddf911738061555.jpg




২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সৌদিতে নিজের সেরাটা দেওয়ার আগেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। এতে টানা এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে এই ব্রাজিলিয়াল সুপারস্টারকে। কয়েক মাস আগে মাঠে ফিরলেও দুই ম্যাচ না খেলতেই আবারও ছিটকে পড়েন তিনি।

এরপরই গুঞ্জন উঠেছিল নেইমারকে ছেড়ে দিতে পারে আল হিলাল। শেষ পর্যন্ত এই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। আল হিলালের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবের পাঠ চুকিয়ে দিয়েছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির পথ সুগম হলো নেইমারের।

এর আগে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছিল, ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার। যেখানে এই সম্ভাব্য চুক্তির মেয়াদ আরও দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ।

ক্লাবের সঙ্গে সমঝোতা সহজ সম্পন্ন করতে চুক্তি অনুযায়ী প্রাপ্য বেতনের একটি অংশ নেবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকার ছেড়ে দেওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ডলারের মধ্যে। কিন্তু চুক্তি অনুযায়ী নেইমারের পাওয়ার কথা ৬ কোটি ৫০ লাখ ডলার।

আরটিভি