News update
  • BNP not happy, says Fakhrul after meeting with CA     |     
  • Israeli strike on hospital further cripples Gaza health system     |     
  • Europe Is Now the Fastest Warming Continent—Report     |     
  • Israeli strikes in Lebanon killing civilians: UN rights office     |     
  • US trade agenda: gratitude for BD’s ‘constructive’ response      |     

‘নতুন মেসি’সহ আর্জেন্টিনার প্রাথমিক দলে প্রথমবার ডাক পেলেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-03, 12:52pm

erttwrwer-bbed8a2d58d2d95264e1684634d7843f1740984720.jpg




মাত্র তিন দিন হলো ক্লদিও এচেভেরি ম্যানচেস্টার সিটির আঙিনায় পা রেখেছেন। সিটিতে এখনও অভিষেকও হয়নি। এরইমধ্যেই আর্জেন্টিনা থেকে সুখবর মিলল। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি।

‘নতুন মেসি’ হিসেবে পরিচিতি পাওয়া এচেভেরি আর্জেন্টিনার যুব পর্যায়ের দলগুলোতে খেলেছেন। কিছুদিন আগে সমাপ্ত হওয়া অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দলীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ দলে ২৩ ম্যাচে ১২, অনূর্ধ্ব-২০ দলে ৮ ম্যাচে ৬ ও অনূর্ধ্ব-২৩ দলে ৯ ম্যাচে ১ গোল তার। আর ক্লাবের হয়ে ৫৯ ম্যাচে এই মিডফিল্ডারের গোল ৫টি। তার মতো প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ। দুই ফরোয়ার্ডই ইতালিয়ান ক্লাব বলোগনায় খেলেন।

মনে প্রশ্ন উঁকি দিতে পারে, লিওনেল স্ক্যালোনি কি নতুনদের ওপরই ভরসা করতে শুরু করলেন? উত্তর হলো ‘না’। সম্ভবত যার জন্য এই প্রশ্ন, সেই মেসি ৩৩ সদস্যের দলে আছেন। আছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, পাওলো দিবালা, লতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরেয়ারা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১৮ ম্যাচের মধ্যে ১২টিতে খেলে আর্জেন্টিনা আছে সবচেয়ে সুবিধাজনক স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ফলে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে নতুনদের ছেঁকে দেখার সুযোগ আর্জেন্টিনা কোচের। সেই সুযোগ স্ক্যালোনি কাজে লাগাবেন কি না, সেটাই দেখার বিষয়।

আর্জেন্টিনার প্রাথমিক দল

এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জারমান পেজেলা, লেয়ান্দ্রো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওরটেগা, লেয়ান্দ্রো প্যারাদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এক্সেকুয়েল পালাসিওস, ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, জিওলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডমিনগুয়েজ, থিয়াগো আলমাডা, আলেহান্দো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, সান্তিয়ানো ক্যাস্ত্রো ও অ্যাঞ্জেল কোরেয়া।