News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

পালমেইরাসের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে মেসির মায়ামি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-24, 9:57am

1cf6b894dc38aa04877080edf34facaffd54d5852f868ef8-336dcbc3559390f2e50399e8d10491391750737459.jpg




নাটকীয় এক ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেসির দল ইন্টার মায়ামি। এই ড্রয়ের ফলে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

উত্তেজনাপূর্ণ এক ম্যাচের সাক্ষী হল হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ জুন) সকালে গ্রুপ 'এ'-এর ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

তবে ড্র করেও শেষ ষোলোর টিকিট কেটেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও, রানার্স আপ হয়ে শেষ ষোলোতে উঠেছে তারা। আর মায়ামির সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পালমেইরাস।

ম্যাচে আধিপত্য দেখিয়েছে পালমেইরাস। তবে প্রথম হাফে এক গোল হজম করে তারা। ম্যাচের ১৬তম মিনিটে প্রতিপক্ষের কর্নার থেকে উল্টো বল পেয়ে যায় মায়ামি। সুয়ারেজের পাস থেকে সহজে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদেও অ্যালেন্ডে। ওক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয় হাফে দ্বিতীয়বারের মতো লিড পায় মায়ামি। ৬৫তম মিনিটে গোল করেন সুয়ারেজ। তবে কে ভেবেছিল, এই ম্যাচও ড্র করবে মায়ামি। ম্যাচের ৮০ থেকে ৮৭ মিনিটের মধ্যে দুই গোল হজম করে মায়ামি। ৮০তম মিনিটে পালমেইরাসের হয়ে জালের দেখা পান পাউলিনহো। তার সাত মিনিট পর ব্রাজিলিয়ান ক্লাবটিকে সমতায় ফেরান মাউরিসিও। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে দুই দলই শেষ ষোলোর টিকিট কাটে।

এদিকে গ্রুপের আরেক ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। দুই দলেরই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।