News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

বাংলাদেশ ভুটানকে আবারো হারাল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-18, 7:13am

fe16824333dff475a52296930bbd01a9d62ea634b21f4fb5-ecea2c832479ab9e3146d752ef614a651752801232.jpg




সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুদিন আগেও ভুটানের মুখোমুখি হয়েছিল। দুটি ভেন্যুতে দুই অর্ধ হওয়া ম্যাচটিতে স্বাগতিকরা জিতে ৪-১ গোলে। আজও গোল পার্থক্য একই, তবে বাংলাদেশের তিন গোলের বিপরীতে ভুটান একটিও করতে পারেনি।

তৃষ্ণা রানি ও স্বপ্না রানির গোলে ম্যাচটি বাংলাদেশ ৩-০ গোলে জিতেছে। তৃষ্ণা করেছেন জোড়া গোল।

বাংলাদেশ গোলের খাতা খুলে ম্যাচের ৩৩ মিনিটে। নিজেদের অর্ধ থেকে দেওয়া স্বপ্নার পাসে বল ধরেন তৃষ্ণা। ভুটানের একজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকেই শট নেন তিনি। বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেয়। বিরতির আগে বাংলাদেশ ওই একটি গোলই করে।

তৃষ্ণা জোড়া গোল পূর্ণ করেন ৬৬ মিনিটে। ভুটান গোলরক্ষক মাঝমাঠ বরাবর জোড়ালো শট নিতে গিয়ে পড়ে যান। বল দ্রুত তারা নিয়ন্ত্রণে নিলেও মুনকি চাপ সৃষ্টি করে তা কেড়ে নেন। সেখান থেকে গোল করেন তৃষ্ণা রানি। এবারের আসরে এটা তার তৃতীয় গোল। নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি।

৭৫ মিনিটে স্বপ্ন ডি বক্সের অনেকটা দূর থেকেই গোলের জন্য শট নেন। বল বারে লেগে ভেতরের দিকে ঢুকে যায়। এই প্রতিযোগিতায় এটা স্বপ্নার দ্বিতীয় গোল। আসরের প্রথম গোলটিও তিনিই করেছিলেন।