News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-09-18, 10:29am

ddfa0e8196976e2a49d9146bd36e0c2ae14ad52787a48f8d-46262a448c6e2306d5b8bee6d85ab8471758169747.jpg




২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল চেলসি। তবে এরপর যতবারই বায়ার্নের মুখোমুখি হয়েছে চেলসি, ততবারই হেরেছে তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) গ্রুপপর্বের ম্যাচেও চেলসিকে ৩-১ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে ট্যাকল করেন ইকুয়েডরের এই মিডফিল্ডার। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কেইন। 

তবে ২৯ মিনিটে পালমার চেলসির হয়ে এক গোল শোধ দিলে ম্যাচ জমে ওঠে। তবে দ্বিতীয় হাফে বায়ার্নের কাছে কোনো পাত্তাই পায়নি বর্তমান ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

৬৩তম মিনিটে আবারও এক ভুল করে চেলসি। মালো গুস্তো বায়ার্নের খেলোয়াড়ের চাপে ভুল করে পাস দিয়ে দেন কেইনের কাছে। বল পেয়ে ভুল করেননি ইংলিশ স্ট্রাইকার। নিজের দ্বিতীয় ও বায়ার্নের তৃতীয় গোল এনে দেন কেইন।

এই গোলে নতুন এক কীর্তিও গড়েছেন কেইন। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করেছেন কেইন।