
এল ক্লাসিকো মানেই উত্তেজনা। তবে গত কয়েক মৌসুমে সেই উত্তেজনা দেখা যায়নি। কিন্তু রোববারের (২৬ অক্টোবর) ম্যাচে আবারও যেন ফিরে এলো মেসি-রোনালদো যুগের সেই উত্তাপ। সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে খেলা সবকটি ম্যাচে বার্সার কাছে হেরেছিল তারা। এবার মৌসুমের প্রথম ক্লাসিকোতেই প্রতিশোধ নিল আলোনসোর দল।
রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক বলা চলে জুড বেলিংহ্যামকে। ম্যাচে একটি গোল করিয়েছেন এবং বাকি গোলটি করেছেন এই ইংলিশ তারকা। ইনজুরির কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। যার কারণে মৌসুমের শুরুতে বেশকিছু ম্যাচ খেলতে পারেননি বেলিংহ্যাম।
ম্যাচের ২২ মিনিটে এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে বেলিংহ্যামের দুর্দান্ত এক থ্রু বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে দারুণ এক গোল করেন ফরাসি তারকা এমবাপ্পে। তবে প্রথম হাফেই সমতায় ফেরে বার্সেলোনা।
ম্যাচের ৩৮ মিনিটে বার্সেলোনা খেলোয়াড়দের অতিরিক্ত চাপে বল পেয়ে যান রাশফোর্ড। তার পাস পেয়ে বল জালে জড়ান ফেরমিন লোপেজ। তবে পাঁচ মিনিট পরই আবারও লিড পেয়ে যায় রিয়াল।
বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ভিনিসিউসের বাড়ানো বলে এদের মিলিতাওয়ের হেডের পর লাফিয়ে হেড করার চেষ্টায় পারেননি হাউসেন, কাছ থেকে অনায়াসে ফাঁকা জালে বল পাঠান বেলিংহ্যাম। প্রথম হাফ শেষ হয় ২-১ ব্যবধানে রিয়ালের এগিয়ে থাকাতে।
দ্বিতীয় হাফে দুই দলই চেষ্টা করেও গোলের দেখা পায়নি। তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের শেষ মিনিটে চুমামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। সেই ঘটনায় টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। তখনই শেষ বাঁশি বাজে।