
কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন লিওনেল মেসি। এবার শিরোপা ধরে রাখার লড়াই আলবিসেলেস্তেদের সামনে। আসন্ন ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপ থেকে লড়াই করবে আর্জেন্টিনা।
এই গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছেন আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পাবে। যেখানে সবার চেয়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে গ্রুপ পর্ব সহজে পারলেও আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। কারণ, দ্বিতীয় রাউন্ডারে তারা খেলবে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন অথবা রানার্স দলের সঙ্গে। সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডেই দেখা যেতে পারে ইউরোপ সেরা স্পেন ও আর্জেন্টিনা ম্যাচ।
‘এইচ’ গ্রুপে স্পেনের সঙ্গে আছে সৌদি আরব, উরুগুয়ে ও কাবো ভারদে। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পাওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে স্পেন। বর্তমানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে তারা। ইয়ামাল-পেদ্রিদের নিয়ে গত কয়েক বছর ধরে দারুণ ছন্দে রয়েছে তারা। বিশ্বকাপের যোগ্য দাবিদার স্পেন।
দ্বিতীয় রাউন্ডে উঠতে স্পেনের পরেই রয়েছে ইউরোপের আরেক দেশ উরুগুয়ে, কিন্তু এই গ্রুপে কঠিন লড়াই করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। তারপরই দেশটির ফুটবলের উন্নয়নে বিলিয়ন ডলার বিনিয়োগ করে, সেই সঙ্গে টাকার বস্তা দিয়ে রোনালদো, বেনজেমা ও মানেদের লিগে নিয়ে আসে। তারকার ফুটবলারদের ছোঁয়ায় কতটা পরিবর্তন হয়েছে সৌদির ফুটবল তা দেখা যাবে এবারের বিশ্বকাপে।
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য সূচি ও প্রতিপক্ষ
২ জুলাই- আর্জেন্টিনা বনাম স্পেন (গ্রুপ পর্বে স্পেন চ্যাম্পিয়ন ও আর্জেন্টিনা রানার্স আপ হলে)
৩ জুলাই- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে/ সৌদি আরব (গ্রুপ পর্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন ও উরুগুয়ে/সৌদি আরব রানার্স আপ হলে)
অথবা
২ জুলাই- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে/সৌদি আরব (গ্রুপ পর্বে উরুগুয়ে/সৌদি আরব চ্যাম্পিয়ন ও আর্জেন্টিনা রানার্স আপ হলে)
৩ জুলাই- আর্জেন্টিনা বনাম স্পেন (গ্রুপ পর্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন ও স্পেন রানার্স আপ হলে)