Endangered Harial bird rescued in Kuakata.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় কবুতর প্রজাতির অসুস্থ হরিয়াল পাখি উদ্ধারের পর অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে পাখিটিকে চিকিৎসার জন্য হস্তান্তর করেন উদ্ধারকারীরা।
সোমবার বিকেলে পাখিটিকে কুয়াকাটা সৈকতের হোটেল সী-কুইনের সামনে থেকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের এএসআই শেরজাহান। পরে তিনি তাৎক্ষণিক চিকিৎসার জন্য পাখিটিকে প্রেরণ করেন।
উদ্ধারকারী পুলিশ সদস্য শেরজাহান জানান, হঠাৎ পাখিটি অসুস্থ মনে হলে কাছে গিয়ে ডানায় ক্ষত দেখে পাখিটিকে উদ্ধার করি। এই ক্ষত'র কারনে ওটা উড়তে পারছে না। পরে অ্যানিমেল লাভার্সকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা শাখার টিম লিডার কেএম বাচ্চু জানান, আমাদের ধারনা থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারনে পাখিটি অসুস্থ হয়েছে। ওই পুলিশ সদস্যর কাছে খবর পেয়ে আমরা দ্রুত পাখিটিকে উদ্ধার করে নোঙ্গর খানায় এনে চিকিৎসা দিচ্ছি। বনবিভাগের সাথে কথা বলে পরবর্তীতে সুস্থ হওয়ার পরে পাখিটিকে অবমুক্ত করা হবে। - গোফরান পলাশ