News update
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     

পটুয়াখালীতে দেখা মিললো বিলুপ্ত প্রায় উড়ন্ত লাউডগা সাপের

বন্যপ্রানী 2024-03-30, 10:47pm

rare-flying-snake-species-found-in-kalapara-dbc9a114868a1287a8079eb69d0001a71711817233.jpg

Rare flying snake species found in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিললো একটি মৃদু বিষধর বিলুপ্ত প্রায় উড়ন্ত লাউডগা সাপের। এটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। শনিবার দুপুর ১২টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের উপর কিছুটা আহত অবস্থায় এটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় ও পথচারীরা মিলে সাপটি উদ্ধার করে বালিয়াতলী বনে অবমুক্ত করেন। মাথা চ্যাপ্টা, লম্বা আকৃতির গারো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা বলে জানায় স্থানীয়রা। সাপটি সড়ক পার হতে গিয়ে যে কোন যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হয়েছে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অন্তত ২০ বছর আগে এই প্রজাতির সাপ সচরাচর দেখা যেতো। এসব সাপ প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান জায়গা উড়ে যেতে পারে। 

এনিমেল লাভারস অব পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব সাপ প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌছানোর আগে সাপটি স্থানীয়রা অবমুক্ত করেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিশের সহকারী জীব বৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি জানান, এসব সাপ আহেতুলা ও নাসুটা প্রজাতির সাপ। মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গারো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা। এসবের প্রধান খাবার পোকা মাকড়। এসব সাপ লাউগাছ সহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে। - গোফরান পলাশ