News update
  • Gold price in Bangladesh above Tk 2 lakh per Bhori for 1st time     |     
  • Tarique Vows to Return, be With People During Polls     |     
  • Exports Dip 4.5pc in September Amid US Tariff Impact     |     
  • Hamas calls for swift hostage-prisoner swap as talks set to begin     |     
  • Leadership vacuum cripples primary education in Sonargaon     |     

এসি ল্যান্ডের মানবিকতায় বেঁচে গেল টেটাবিদ্ধ কুকুর

বন্যপ্রানী 2025-10-06, 10:25pm

ac-land-helps-save-the-life-of-a-dog-hit-by-teta-harpoon-like-weapon-used-to-catch-fish-a3fbf98fa661557f98cc438b24a9d8d11759767930.jpg

AC land helps save the life of a dog hit by Teta (harpoon-like weapon) used to catch fish.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে কেউ নির্মমভাবে একটি কুকুরকে টেটা (বর্শার মতো মাছ ধরার যন্ত্র) দিয়ে আঘাত। এতে কুকুরটি প্রায় অচেতন হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পড়ে যায়। বিষয়টি জানাজানি হলে মানবিক উদ্যোগ গ্রহণ করেন কলাপাড়া এসি ল্যান্ড ইয়াসীন সাদেক। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”-কে দ্রুত আহত কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন এবং উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসার তদারকি করেন।

সংগঠনটির প্রাণী চিকিৎসা প্রদানকারী সদস্য মো. কাওসার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুর পাড়ে টেটাবিদ্ধ অবস্থায় পড়ে থাকা কুকুরটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে রাত আনুমানিক ১০টার দিকে কুকুরটিকে নিজ হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমানে কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, 'স্থানীয়রা আমাকে অবগত করলে আমি দ্রুত প্রাণিসম্পদ বিভাগের সহকর্মীদের সহযোগিতার আহ্বান জানাই। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, কলাপাড়া এর সহযোগিতায় কুকুরটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন কলাপাড়ায় প্রাণিকল্যাণ কার্যক্রম অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “প্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ মানবতার প্রতিফলন।” - গোফরান পলাশ